আশুলিয়ায় ক্যামিক্যাল তৈরীর কারখানায় আগুন

টিপু সুলতান (রবিন) : সাভারের আশুলিয়ায় চীনা মালিকানাধীন একটি ক্যামিক্যাল তৈরীর কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।খবরপেয়ে ফায়ার সর্ভিসের দুটো ইউনিট প্রায় আধা ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায় শুক্রবার দুপুর দুইটার দিকে আশুলিয়ার জিরাবো এলাকার গ্রীন উইল লিমিটেড নামক কারখানাটির ভেতর ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা্।

খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটো ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী আলআমিন জানায়,ছুটির দিন থাকায় নিরাপত্তারক্ষি কারখানাটির চারপাশ ঘুরে দেখছিলেন তখন জানালা দিয়ে ধোয়া দেখতে পেলে মালিক পক্ষের লোকদের ও পাশের স্থানীয়দের খরব দেয় নিরাপত্তারক্ষি।পরে কাখানাটির কর্মকর্তা এসে কারখানার গেইট খুলে ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

কারখানাটিতে এসময় সালফার ডাই অক্সাইড, কষ্টিং সোডা, সহ বিভিন্ন ক্যামিকেল ও কাগজের কার্টুন পুড়ে গেছে বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ।

প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।



মন্তব্য চালু নেই