আশুলিয়ায় কোটি টাকা মূল্যমানের জাল ষ্ট্যাম্পও সরঞ্জামাদিসহ ৪ জন আটক
টিপু সুলতান(রবিন), সাভার(ঢাকা): সাভারের আশুলিয়ায় প্রায় এককোটি টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের জাল ষ্ট্যাম্প ও ষ্ট্যাম্প তৈরীর সরঞ্জামাদিসহ চারজনকে আটক করেছে র্যাব -৪। দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি জাল ষ্ট্যাম্প তৈরী করে বাজারজাত করে আসছিলো বলে জানিয়েছে র্যাব।
র্যাব -৪ সিপিসি ২ এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার আরিফ বিন জলিল জানান গত পহেলা সেপ্টেম্বর গোপন জাল ষ্ট্যাম্প তৈরী করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নয়ারহাটের রাফি প্রিন্টিং প্রেস এ অভিযান চালায় আশুলিয়ায় কোটি টাকা মূল্যমানের জাল ষ্ট্যাম্পও সরঞ্জামাদিসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৪ এর সদস্যরা।
অভিযানে এসময় প্রায় এককোটি টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের জাল ষ্ট্যাম্প ও ষ্ট্যাম্প তৈরীর সরঞ্জামাদি উদ্ধারের পাশাপাশি প্রতারক চক্রের দুজন সজিব মোল্লা ও রাজ্জাক হোসেনকে আটক করা হয়।
পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পরে নয়ারহাট মাছের বাজার থেকে চক্রটির মূলহোতা পান্না কায়সার ও রাজধানীর দৈনিক বাংলার মোড় থেকে মাসুদ রানাকে আটক করা হয়।
চক্রটি দীর্ঘদিন ধরে জাল ষ্ট্যম্প তৈরী করে সেগুলো বাজারজাত করে আসছিলো বলে জানিয়েছে র্যাব।
আটকৃকতদের তিনজনের বাড়ি মানিকগঞ্জ ও একজনের বাড়ি ধামরাই বলে জানিয়েছে র্যাব।
মন্তব্য চালু নেই