আশুলিয়ায় কারখানা বন্ধ : গেট থেকে ফিরে গেলেন শ্রমিকরা

অব্যাহত শ্রমিক আন্দোলনের মুখে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ রাখা হয়েছে আশুলিয়া এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানায়। সকালে কারখানার ফটকে নোটিশ ঝুলতে দেখে ফিরতে শুরু করে শ্রমিকরা। শিল্পাঞ্চলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।

বেতন ভাতা বৃদ্ধির অব্যহত আন্দোলনের মুখে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী আশুলিয়া শিল্পাঞ্চলের পঞ্চান্নটি পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ।

সকালে কারখানায় নোটিশ ঝুলতে দেখে ফিরতে শুরু করে শ্রমিকরা।

এদিকে শিল্পাঞ্চলে কোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় নিয়োগ করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি। পুলিশ এসময় মাইকিং করে বন্ধ কারখানার শ্রমিকদের কোথাও জটলা পাকানো থেকে বিরত থাকার আহবান জানিয়ে ঘরে ফিরে যেতে বলে ।

বিশৃঙ্খলা সৃষ্টি হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কথা জানিয়ে পুরো শিল্পএলাকায় মাইকিং করা হয় সকাল থেকেই।



মন্তব্য চালু নেই