আশুলিয়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সবজি ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ

টিপু সুলতান (রবিন) : সাভারের আশুলিয়ায় পলাশবাড়ী এলাকার ৬তলা একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় অস্ত্রসহ এক সবজি ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত সোহেল কোন জঙ্গী কার্যক্রমে জড়িত কিনা না নিশ্চিত করে জানাতে পারেননি আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহসিনুল কাদির।

পুলিশ জানায় শনিবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকায় রানা মিয়ার ছয় তলা ভবনের পাচ তলার একটি ফ্ল্যাটে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, ঢাকা গোয়েন্দা (উত্তর) ডিবি পুলিশ ও আশুলিয়া থানা পুলিশের সমন্বয়ে গঠিত একটি একটি দল।

এসময় ফ্ল্যাটটিতে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, চারটি চাপাতি ও নগদ প্রায় এক লক্ষ টাকাসহ সোহেল নামে একজনকে আটক করে পুলিশ।

আটককৃত সোহেল আশুলিয়ার বাইপাইল আড়তে সবজীর ব্যবসা করতো বলে জানিয়েছে এলাকাবাসি। সোহেল সবজির ব্যবসার পাশাপাশি ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো বলে জানায় এলাকাবাসি।

সোহেল কোন জঙ্গী কার্যক্রম বা জেএমবির সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির।



মন্তব্য চালু নেই