আশুলিয়ার বাইপাইল ত্রিমোড়ে ঈদে ঘরমুখো মানুষের চাপ

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি : সাভারে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সংযোগ স্থল বাইপাইল ত্রিমোড় এলাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পেয়ে বাইপাইল ও আশপাশের এলাকায় হালকা যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সড়ক দুটির বাকী সব ক’টি পয়েন্ট দিয়ে স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহনগুলো।

পুলিশ ও পরিবহন শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হলে বিকাল থেকে শিল্পাঞ্চল ছাড়তে শুরু করে হাজার হাজার পোশাক শ্রমিকসহ ঘরমুখো মানুষ। হঠাৎ ঘরমুখো মানুষের চাপ বৃদ্ধি পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে সন্ধার পর এই চাপ আরও বেড়ে যায়।

এদিকে, ঘরমুখো মানুষদের নির্বিগ্নে বাড়ি পৌছে দিতে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ ও থানা পুশিল নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।



মন্তব্য চালু নেই