আশুলিয়ার নবীনগর ত্রিমোড় এলাকায় দুটি বাসের সংঘর্ষে নিহত ২ আহত ২০
টিপু সুলতান (রবিন) সাভার প্রতিনিধি. সাভারের আশুলিয়ায় নবীনগর ত্রিমোড়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে দুই যাত্রী নিহতসহ আহত হয়েছে আরও অন্তত ২০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ১১ নাম্বার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মানিকগঞ্জ যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর এলাকায় পৌছালে বাইপাইল থেকে ছেড়ে আসা খেয়া পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে ১১ নাম্বার পরিবহনের বাসটি সড়কের উপর উল্টে গিয়ে এক নারীসহ ২ যাত্রী নিহত হয়। এবং আহত হয় আরও অন্তত ২০ জন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
এদিকে, দূর্ঘটনার পর সড়কটি প্রায় আধ ঘন্টা যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সড়কের উপর থেকে দূর্ঘটনাকবলিত বাস দুটি সড়িয়ে নিয়ে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত দুজনের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মন্তব্য চালু নেই