আশাশুনির ৩০টি পরিবার পানিতে
আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের ৩০টি পরিবার পানিতে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় ঘরবাড়ি ছেড়ে দিয়েছে। রবিবার বিকালে তারা ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।
সাম্প্রতিক বিরামহীন বৃষ্টিপাত এবং তালা ও সাতক্ষীরা সদর এলাকার পানির চাপে কাদাকাটির এলাকার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। মোকামখালী গেট দিয়ে প্রয়োজনীয় পানি নিস্কাশিত না হওয়ায় এলাকার নিন্মাঞ্চলের সকল ঘরবাড়ি প্লাবিত হতে শুরু করে। রবিবার কাদাকাটি বেগবাড়ী, সরদার বাড়ি ও মৌলভী বাড়িতে পানি ঢুকে এলাকা ডুবে একাকার হয়ে যায়।
পানির তোড়ে তাদের ঘরবাড়ি নিমজ্জিত হলে রুহুল আমিন সরদার, শের আলি, নায়েব আলি, জোহর আলি, সিরাজ সরদার, মোহরজান, ছমির উদ্দিন, হায়দার আলি, আমির আলি, গোলাম হোসেনসহ ৩০ টি পরিবারের ঘরবাড়ি ছেড়ে অন্যের বাড়ি কিংবা নিরাপদ স্থানে জিনিসপত্র সরিয়ে নিয়ে মাথা গুজতে শুরু করেছে।
মন্তব্য চালু নেই