আশাশুনিতে প্রশাসনের হস্তক্ষেপে ৯ম শ্রেনীর ছাত্রী বাল্যবিবাহ থেকে মুক্তি

গাজী ফারহাদ, আশাশুনি : আশাশুনিতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ৯ম শ্রেনী পড়ুয়া ছাত্রী বাল্যবিবাহ থেকে মুক্তি পেয়েছে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, উপজেলা সদরের মৃত নুরুর পুত্র হোটেল বয় পলাশ (২১) এর সাথে পার্শ্ববর্তী সোদকণা গ্রামের রবিউল ইসলামের কন্যা আশাশুনি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনী পড়ুয়া ছাত্রী (!) এর সাথে তাদের অভিভাবকরা বিয়ের সকল আয়োজন পাকা-পোক্ত করে ফেলে।

উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদ পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে থানার এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোদকনা গ্রামে হাজির হয়ে বিয়ে বন্ধ করে উভয়ের অভিভাবকদের আটক করে ইউএনও কার্যালয়ে হাজির করে।

উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা উভয় অভিভাবকদের ছেলে-মেয়ের প্রাপ্ত পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না বলে অঙ্গিকারনামায় স্বাক্ষর করিয়ে নেন এবং উভয়কেই ১হাজার টাকা করে জরিমানা করে এ যাত্রায় মুক্তি দেন।



মন্তব্য চালু নেই