আশাশুনিকে ভিক্ষুকমুক্ত করতে পরিকল্পনা গ্রহণ
গাজী ফারহাদ, আশাশুনি : আশাশুনি উপজেলাকে ভিক্ষুকমুক্ত উপজেলায় রূপান্তরিত করতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন উপজেলার সকল ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়নে সতর্ক পদক্ষেপ পরিচালনা করে যাচ্ছে।
খুলনা বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানা আশাশুনি উপজেলাকে ভিক্ষুকমুক্ত, ভিক্ষুকদের কর্ম সংস্থান ও পুনর্বাসনের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছেন। ইতিমধ্যে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের মাধ্যমে স্ব-স্ব ইউনিয়নের ভিক্ষুক তালিকা তৈরি করা হয়েছে। প্রাথমিক ভাবে প্রাপ্ত তালিকা সরেজমিন যাচাই বাছাই শেষে চুড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। উপজেলায় সর্বমোট ৫৭৬ জন ভিক্ষুক পাওয়া গেছে। এসব ভিক্ষুকদের মধ্যে ১১৭ জনকে বয়স্ক ভাতা, ৮০ জনকে ভিজিডি কার্ড, ৪৪ জনকে প্রতিবন্ধী ভাতা, ১০০ জনকে বিধবা ভাতা এবং ২০০ জনকে ইজিপিপি’র আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন শিরোনামে ব্যাংক হিসাব খোলা হয়েছে। জনতা ব্যাংক আশাশুনি শাখায় হিসাব নং ০১০০০৫৬৩৪০৫৩৪। ইতিমধ্যে সকল কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতনের অর্থ জমাপূর্বক তহবিল সংগ্রহ শুরু হয়েছে। বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, বেসরকারি সংস্থা ও সকলের ঐকান্তিক সহযোগিতায় এই মহতি উদ্যোগটির সফল বাস্তবায়ন সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। এই উদ্যোগকে সফল করতে সকলকে এগিয়ে আসা উচিত বলে সচেতন মহল মনে করছেন।
মন্তব্য চালু নেই