আল্লাহর ওয়াস্তে কর্মসূচি বন্ধ করুন: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, “আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, সবার প্রতি আহ্বান- ছেলেমেয়েদের বিঘ্ন করবেন না। মানবতার খাতিরে আল্লাহর ওয়াস্তে পৌনে ১৫ লাখ শিক্ষার্থীর কথা ভেবে কর্মসূচি বন্ধ করুন। করলে ধন্যবাদ পাবেন।”

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষাকে সামনে রেখে হরতাল, অবরোধের মতো কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের চেয়ে শিক্ষার্থী বেড়েছে ৪৬ হাজার ৫৩৯ জন। এবার মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন। সময়সূচি অনুযায়ী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১০ মার্চ।”

এসএসসিতে মোট পরীক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষাবোর্ডের পরীক্ষার্থী ১১ লাখ ১২ হাজার ৫৯১ জন। মাদরাসা ও দাখিলের পরীক্ষার্থী দুই লাখ ৫৬ হাজার ৩৮০ জন এবং কারিগরি বোর্ডের অধীন এসএসসি ভোকেশনালে পরীক্ষার্থী এক লাখ ১০ হাজার ২৯৫ জন।



মন্তব্য চালু নেই