আলোচিত অভিনেত্রী টিনার এ কী অশ্লীলতা! (ভিডিওসহ)

এবার আমেরিকার টেলিভিশনে নিজের জায়গা পাকা করে ফেললেন ভারতীয় হট অভিনেত্রী টিনা দেশাই। ভারতীয় এ অভিনেত্রীর হলিউডে অভিষেক হয়েছিল আগেই। এবার ‘সেনস-এইট’ নামে এক ফ্যামিলি ড্রামা সিরিজে দেখা যাবে তাকে।

সারা পৃথিবীর আটজন অপরিচিত ব্যক্তি হঠাৎ একে অন্যের সঙ্গে নানাভাবে যুক্ত হয়ে পড়বেন-এরকমই প্লট নিয়ে শুরু হবে সিরিয়ালটি। তারই এক চরিত্র টিনার দখলে। পরিচালনা করবেন ‘ম্যাট্রিক্স’ ট্রিলজিতে কাজ করা ওয়াচোস্কি ব্রাদার। তাদের সঙ্গে কাজ করা টিনার কাছে যে সৌভাগ্যের এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

২০১১তে ‘ইয়ে ফাসলে’ ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন টিনা। শিগগিরি পা রাখেন হলিউডেও। পরের বছরই কাজ করেন ‘দ্য বেস্ট একজোটিক মেরিগোল্ড হোটেল’ নামে একটি হলিউডি ছবিতে।

এ বছরই সে ছবির সিকুয়েল মুক্তি পাওয়ার কথা। মাঝে কাজ করেছিলেন ‘ককটেল’, ‘টেবিল নং ২১’-এর মতো কয়েকটি বলিউডের ছবিতে। তবে এই টেলিভিশন সিরিজ টিনার কেরিয়ারে বড় মাইলেজ। এতে তার হলিউডে কাজের দরজাই খুলবে আরও বেশি করে বলে মনে করেন



মন্তব্য চালু নেই