আলোকিত বাংলাদেশ গড়ার শেষপ্রান্তে আমরা—-সুবিদ আলী ভূঁইয়া, এমপি
‘আলোকিত বাংলাদেশ গড়ার শেষপ্রান্তে আমরা। নানা ষড়যন্ত্র ও নাশকতার মুখে সরকারকে উন্নয়ন করতে হচ্ছে। ২০২১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় সবাইকে এগিয়ে আসতে হবে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আমরা সেই পথেই এগুচ্ছি’।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এম.পি মঙ্গলবার দাউদকান্দি উপজেলার মারুকা, মোহনপুর, চক্রতলা ও খানেবাড়ি গ্রামের ৪’শ পরিবারের মধ্যে বিদ্যুতায়ন উদ্বোধন উপলক্ষ্যে এক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উক্ত সভায় ইউনিয়ন সভাপতি আবু তালুকদারের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, ড. কামাল উদ্দিন আহম্মেদ, কুমিল্লা পল্লী বিদুৗৎ সমিতি-৩ জিএম রফিকুল ইসলাম, দাউদকান্দি জোনাল অফিসের ডি.জিএম সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আব্দুস ছালাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি রকিব উদ্দিন রকিব প্রমূখ।
মন্তব্য চালু নেই