সাতক্ষীরার আশাশুনিতে

আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় ৩’শ জনের নামে মামলা, গ্রেফতার-০১

সাতক্ষীরার আশাশুনিতে নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আওয়ামীলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিন’শ জনের নামে থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে উপজেলার হেতাইলবুনিয়া গ্রামের ইসমাইল সরদারের পুত্র ছালেক সরদার (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামে গত শুক্রবার উপজেলা নির্বাচনী বিরোধকে কেন্দ্র করে আ’লীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তারা সেখানে ১৪ টি হাত বোমা বিষ্ফোরন ঘটায়। ওই দিনই অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন, এএসপি (কালিগঞ্জ সার্কেল) মীর মনির হোসেন, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব পিপিএম ঘটনাস্থল পরিদর্শণ করেন। এলাকায় এখনও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এব্যাপারে আশাশুনি থানার এস-আই আব্দুর রাজ্জাক বাদী হয়ে শনিবার রাতে থানায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ২৫। রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামী হেতাইলবুনিয়া গ্রামের ছালেক সরদারকে গ্রেফতার করে।
উল্লেখ্য গত উপজেলা নির্বাচনের পর থেকে বর্তমান উপজেলা চেয়ারম্যান অওয়ামীলীগনেতা এ বি এম মোস্তাকিম গ্রুপ ও খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাত্রলীগ নেতা এস এম শাহানেওয়াজ ডালিম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই