আলিয়া মাদরাসায় ছাত্রলীগের সংঘর্ষ, গুলি

রাজধানীর বকশী বাজারে ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন। আহতদের মধ্যে মহসিন, সাইফুল, রুমন ও আসাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, হল দখলকে কেন্দ্র করে মাদরাসা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন গ্রুপ ও বর্তমান সাধারণ সম্পাদক রাকিব গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।



মন্তব্য চালু নেই