আলিশান বাড়িতে সৌরভের রাজকীয় জীবন, ৩২টি গাড়ি তার

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির পরিবার কলকাতার ধনীতম পরিবারগুলোর মধ্যে অন্যতম। আর হবেইবা না কেন? সৌরভ যে প্রিন্স অফ ক্যালকাটা। প্রিন্সের বাড়িতে তো রাজকীয়তার ছোঁয়া থাকবেই।

বেহালার বীরেন রায় রোডে দাঁড়িয়ে আছে সৌরভদের বিশাল পারিবারিক বাড়ি। অবশ্য বেহালার বীরেন রায় রোডের উপর এলকাটার নাম লোকের মুখে মুখে এখন ‘সৌরভের পাড়া’। সৌরভদের বাড়িতে শুধু ঘরই আছে ৪৮ টা। এছাড়া আছে বিশাল ডাইনিং‚ বারান্দা এবং মাস্টার স্যুইট। ঘরগুলো সাজানো কাঠের সুদৃশ্য কারুকাজ দিয়ে। আছে অ্যান্টিক আসবাবপত্র এবং বাড়ি ঘিরে সুদৃশ্য বাগান।

সৌরভের যাতে ক্রিকেট খেলতে অসুবিধে না হয় তাই বাড়িতেই পিচ বানিয়েছিলেন বড়ভাই স্নেহাশিস। এর পাশাপাশি বাড়িতে আছে বিশাল পার্কিং লট। যেখানে অপেক্ষা করে থাকে অগণিত গাড়ি। তারমধ্যে শুধু সৌরভেরই আছে ৩২টি গাড়ি।

সৌরভদের গাঙ্গুলি পরিবার এখনও যৌথ। লাল চারতলা বাড়িতে থাকেন অন্তত ৫০ জন। আর তাদের জন্য রয়েছে অনেক কাজের লোকও। তাদের একেকজনের দায়িত্ব ভিন্ন ভিন্ন।



মন্তব্য চালু নেই