আলবার্ট আইনস্টাইনের হাতের লেখা নিয়ে তৈরি হচ্ছে নতুন ফন্ট
কম্পিউটারে নতুন একটি ফন্ট তৈরি করতে একটি প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। এটি যেনতেন কাজ নয়। আলবার্ট আইনস্টাইনের হাতের লেখা নিয়ে এই ফন্ট তৈরি হবে। ভার্জের একটি প্রতিবেদনে বলা হয়, আইলবার্ট আইনস্টাইন আর্কাইভ থেকে নানা নথিপত্র ঘেঁটে তার হাতের লেখা নিয়ে গবেষণা চলছে।
প্রতিবেদনে বলা হয়, ছয় মাসের মতো সময় লাগবে তার লেখাকে ফন্টের আকারে নিয়ে আসতে। এর পেছনে ফান্ডিং করা হয়েছে। যদি লক্ষ্য পূরণ সম্ভব হয় অ্যাপল ম্যাক, অন্যান্য কম্পিউটার, লিনাক্স এবং সকল আইওএস এর জন্যে আইনস্টাইনের হাতে লেখা ফন্ট পাওয়া যাবে।
সূত্র : ডিএনএ ইন্ডিয়া
মন্তব্য চালু নেই