আর নয় নগ্ন দৃশ্য!

সোহা আলী খান বিকিনি পরে ‘জো ভি করলো’ ছবির পোস্টারে হাজির হয়েছিলেন দর্শকের সামনে। এ নিয়ে কম বির্তক হয়নি। সোহা তখন জানিয়েছিলেন চলচ্চিত্র পরিবেশকদের অনুরোধে তিনি বিকিনি পরেছিলেন।

কিন্তু এর সবই করা হয়েছিলো ছবিটি হিট করানোর জন্য। কিন্তু কিছুতেই কিছু হলো না। ছবি ফ্লপ হলো। এবার সোহা নতুন করে ভাবছেন। এবং তিনি ঠিক করেছেন আর নগ্ন দৃশ্য নয়। এখন থেকে অভিনয়েই বেশি মনযোগী হতে চান তিনি। কারণ বিকিনি পরেও কোন লাভ হয়নি। তাই অভিনয় দিয়ে মন জয় করতে চান তিনি।



মন্তব্য চালু নেই