আর নতুন ফোন বানাবে না ব্ল্যাকবেরি

আর নতুন ফোন বানাবে না ব্ল্যাকবেরি। নিজেদের ডিজাইনে তারা আর ফোন বানাবে না বলে ঘোষণা দিয়েছে। এতে করে অন্যতম একটি জনপ্রিয় ফোন বাজার থেকে বিলীন হয়ে যাবে।

বিশ্বের বৃহৎ এবং গুরুত্বপূর্ণ স্মার্ট ফোনের বাজার তৈরি করেছিল ব্ল্যাকবেরি। কিন্তু সম্প্রতি তারা ঘোষণা করেছে যে, তাদের তৈরিকৃত আর কোনো ফোন বাজারে আসবে না।

নিজস্ব নকশার ফোন তৈরির পরিবর্তে এখন থেকে ব্ল্যাকবেরি সফটওয়্যার উন্নয়নের দিকে বেশি গুরুত্ব দেবে। মোবাইলের ‘কোয়ার্টি’ কি-বোর্ডকে জনপ্রিয় করেছিল ব্ল্যাকবেরি। তবে বর্তমান টাচস্ক্রিন স্মার্টফোনের দুনিয়ায় অ্যাপল বা স্যামসাংয়ের সঙ্গে প্রতিযোগিতা করতে পারছে না তারা।

অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে ব্ল্যাকবেরিকে লোকসান গুনতে হচ্ছে। আর এ কারণেই হার্ডওয়্যার তৈরির পরিবর্তে ফোনের সফটওয়্যার তৈরি করবে ব্ল্যাকবেরি আর হার্ডওয়্যারের জন্য অন্য নির্মাতাদের কাছে আউটসোর্স করবে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।-জাগো নিউজ



মন্তব্য চালু নেই