‘আর কোন জার্নালিস্ট মহসিন আলীর বকা খাবেন না’
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে ফেসবুকে এক আবেগময় স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে সৈয়দা সানজিদা শারমিন।
প্রয়াত মন্ত্রীকে স্মরণ করে সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেনের চ্যানেল আই অনলাইনকে দেয়া একটি সাক্ষাৎকার শেয়ার করে সৈয়দা সানজিদা শারমিন লিখেছেন, ‘আর কোনো জার্নালিস্ট মহসিন আলীর বকা খাবেন না। উনি আর কোনো জার্নালিস্টের নিউজ সোর্স হবেন না। একজন জার্নালিস্ট হয়ে বলছি, আপনারা সৈয়দ মহসিন আলীকে বুঝলেন না। উনিও আপনাদের বুঝিয়ে যেতে পারলেন না। এ রকম একজন দুর্নীতিমুক্ত, সৎ এবং বহুমাত্রিক গুণাবলীর মানুষের কন্যা হওয়ার জন্য গর্ববোধ করি। আল্লাহ তুমি আমার বাবাকে ভালো রেখো।’
মন্তব্য চালু নেই