আর্শিনা প্রিয়ার সেক্সি পার্টি!

আর্শিনা প্রিয়ার সেক্সি পার্টি! শুনে হয়তো অবাক হবেন অনেকেই। কিন্তু এ নৃত্যশিল্পী ও অভিনেত্রী ১ নভেম্বর তার ফেসবুক পেজে কিছু ছবি আপলোড করেন। ছবির শিরোনামে তিনি লিখেন, সেক্সি পার্টি, লাস্ট নাইট হ্যালোইন পার্টি উইথ মাই ফ্রেন্ডস। কানাডার একটি নাইট ক্লাবে এ পার্টিতে বেশ খোলামেলা ভাবেই দেখা যায় প্রিয়াকে। সে কারণেই হয়তো তিনি লিখেছেন ‘সেক্সি পার্টি’ শব্দটি।piyaa

প্রিয়া অভিনীত ‘কার্তুজ’, ‘স্বপ্ন যে তুই’, ‘পায়রা’ সহ বেশকিছু চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে। এর আগে তিনি ‘বনফুল মিষ্টি’, ‘মেডিনোভা‘, বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও তিনি নাচের দল ‘ঈগল’ ড্যান্স একাডেমির স্বত্বাধিকারী তানজিল আলমের সঙ্গে সহকারী কোরিওগ্রাফার হিসেবে কাজ করছেন।



মন্তব্য চালু নেই