আর্জেন্টিনায় মেসির মূর্তি ভাঙচুর

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে স্থাপিত ফুটবল তারকা লিওনেল মেসির একটি মূর্তি ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ব্রোঞ্জের এ মূর্তিটি উন্মোচন করা হয় গত বছরের জুন মাসে। কিন্তু সম্প্রতি এটি ভেঙে ফেলা হয়। মূর্তির মাথা, হাতসহ ভেঙে ফেলা অর্ধাংশ খুঁজেও পাওয়া যাচ্ছে না। কারা কেন এ মূর্তিটি ভেঙেছে তা পরিষ্কার নয়। তবে নগর কর্তৃপক্ষ জানিয়েছেন, মূর্তিটি মেরামতের কাজ চলছে।

মেসি যখন আর্জেন্টিনার জাতীয় দল থেকে অবসরে যাবেন বলে ঘোষণা দিয়েছিলেন তখন মূর্তিটি উন্মোচন করা হয়। পরে অবশ্য তিনি অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেন।

মেসির ভেঙে ফেলা মূর্তির একটি ছবি টুইট করেছে আর্জেন্টিনার একটি সংবাদপত্র। মূর্তিটি স্থাপন করা হয় বুয়েনস আয়ার্সের একটি সড়ক `পেসিও ডে লা গ্লোরিয়া’তে।

এ সড়কে আরো অনেক বিখ্যাতে ক্রীড়া তারকার মূর্তি রয়েছে। এর আগেও এ সড়কের বিভিন্ন মূর্তি ভেঙে চুরির চেষ্টা হয়েছে।



মন্তব্য চালু নেই