আর্জেন্টিনাকে ভয় দেখাচ্ছে যুক্তরাষ্ট্র!
কোপা আমেরিকায় গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠে আর্জেন্টিনা। এরপর ভেনেজুয়েলাকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে লিওনেল মেসির দল। ফাইনালে উঠার লড়াইয়ে মেসিদের সামনে এবার প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র।
হোস্টনে সেমিফাইনালের ম্যাচে আগামী ২২ জুন আর্জেন্টিনার মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে, এই ম্যাচের আগে স্বাগতিকদের কোচ জার্গেন ক্লিন্সম্যান বলেছেন, মেসি বা দল হিসেবে আর্জেন্টিনাকে একবারেই ভয় পাচ্চ্ছে না তাঁর দল।
তিনি বলেছেন, আমরা ওদেরকে একটুও ভয় পাচ্ছি না। আমরা দল হিসেবে আর্জেন্টিনাকে সম্মান করি। তবে আমরাও আশাবাদী। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত। আমি ছেলেদের বলেছি, জীবনে এই সুযোগ একবারই আসে। তোমরা সেমিফাইনালে উঠে নিজেদের গর্বিত করেছ। কিন্তু এখন আরও বেশি কিছুর জন্য খেলো।
কলম্বিয়ার কাছে হার দিয়ে কোপার মিশন শুরু করেছিল যুক্তরাষ্ট্র। পরের তিন ম্যাচে সাত গোল করার বিপরীতে হজম করেছেন মাত্র একটি। ক্লিন্সমান তাই আর্জেন্টিনাকে আটকে দিতে আত্মবিশ্বাসী।
মন্তব্য চালু নেই