আরো ৫০ হাজার পুলিশ নিয়োগ করা হবে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, আরো ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে। বর্তমান সরকারের আমলে পুলিশের কার্যক্রম ও প্রাপ্তি অতীতের যেকোনো সময়ের অর্জনকে ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদহ পুলিশ একাডেমিতে সার্জেন্ট ২০১৫ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি শহীদুল হক বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে আরো পঞ্চাশ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে। এই পদক্ষেপ পুলিশের সক্ষমতা ও কাজের গতিশীলতা বাড়াবে।
এর আগে পুলিশ প্রধান শিক্ষানবিশ সার্জেন্টদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে ২৮ জন নারী অফিসারসহ ৬১৯ জন শিক্ষানবিশ সার্জেন্ট অংশ নেন। বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৬ জন শিক্ষানবিশ সার্জেন্টকে পদক প্রদান করা হয়।
মন্তব্য চালু নেই