‘আরে বাবা আইএস কোথায়’

দুই-একজনকে হত্যা করে দেশকে জঙ্গিরাষ্ট্র বানানো সম্ভব নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “বলা হচ্ছে বাংলাদেশে আইএস আছে। আইএস’ই সম্প্রতি হামলা চালিয়ে খুন করছে। আরে বাবা আইএস কোথায়?”

বৃহস্পতিবার ফার্মগেটস্থ কৃষিবীদ ইন্সটিটিউটে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “বাংলাদেশে কোথা থেকে আইএস আসবে? কিছু একটা হলেই বাংলাদেশে আইএস আছে বলে প্রচারের প্রয়াস চলে।”

ধর্মীয় চেতনায় জঙ্গিবাদী তৎপরতা প্রতিরোধে দেশের সব ধর্মীয় নেতাদের নিয়ে রাজধানীতে এ ধর্মীয় সম্প্রীতি সম্মেলন আয়োজন করা হয়।



মন্তব্য চালু নেই