আরেকটি ইতিহাস গড়লেন সুয়ারেজ

লুইস সুয়ারেজকে যেন কিছুতেই থামানো যাচ্ছে না! লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই ম্যাচে চারটি করে গোল করলেন বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার।

গত বুধবার দেপোর্তিভোর বিপক্ষে বার্সেলোনার ৮-০ গোলের জয়ে চারটি গোল করেছিলেন সুয়ারেজ। এ ছাড়া তিনটি গোলে সহায়তাও (অ্যাসিস্ট) করেছিলেন। লা লিগার ইতিহাসে একক কোনো ম্যাচে সাত গোলের সঙ্গে জড়িয়ে থাকা প্রথম খেলোয়াড় সুয়ারেজ।

শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষেও চার গোল করেছেন সুয়ারেজ। এবার বার্সা পেয়েছে ৬-০ গোলের আরেকটি বড় জয়। দলের অন্য দুটি গোল করেছেন লিওনেল মেসি ও নেইমার। লা লিগার ইতিহাসে টানা দুই ম্যাচে চারটি করে গোল এর আগে আর কেউই করতে পারেননি।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সুয়ারেজের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৩টি, যা এক মৌসুমে তার সর্বোচ্চ। এর আগে আয়াক্সে থাকাকালীন ২০০৯-১০ মৌসুমে ৪৮ ম্যাচে ৪৯ গোল করেছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার।



মন্তব্য চালু নেই