‘আমি কি আপনাকে জিজ্ঞেস করে উইকেট নেই!’

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ র‍্যাংকিং অনুযায়ী টেস্টের শীর্ষ অবস্থানে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজের অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে টপকে টেস্টে অলরাউন্ডারের এক নম্বর জায়গাটি নিজের করে নেন অশ্বিন।

এখন পর্যন্ত ৩২টি টেস্ট খেলে ১৭৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। এর মধ্যে দেশের মাটিতে পেয়েছেন ১২৬টি ও বিদেশের মাটিতে ৫০টি উইকেট। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ হওয়া সিরিজেই ৪ টেস্টে তার ৩১ উইকেট। কিন্তু শুধু দেশের মাটিতে এই পারফরম্যান্স কেন? এমন প্রশ্ন আসতেই পারে ক্রিকেট ভক্তদের মনে।

আর এমনটাই বলে ফেললেন এক ভারতীয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অশ্বিনকে খোঁচা দিয়ে একজন লিখেছেন, ‘শুধু এশিয়াতেই আপনার যা বাহাদুরি। বিদেশের মাটিতে আপনি কোনো কাজেরই না। সেসব জায়গায় অনেকেই আপনার চেয়ে ভালো।’

তবে খোঁচা খেয়ে চুপ করে থাকার পাত্র নন অশ্বিন। রেগে গিয়ে পালটা জবাব দিলেন, ‘আমাকে নিয়ে চিন্তা করা বাদ দিয়ে আগে আপনার ছেলেমেয়েকে লেখাপড়া শেখান। আমি কি আপনাকে জিজ্ঞেস করে উইকেট নেই!’



মন্তব্য চালু নেই