‘আমি এটা করবই’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, ‘সরকারি জমি দখলের অধিকার কারো নেই। রাস্তায় কোনো পার্কিং হবে না। ভয় না পেয়ে আমরা এ উচ্ছেদ অভিযান চালিয়ে যাব। ঢাকার রাস্তায় একটাও বাস ও ট্রাকের অবৈধ পার্কিং থাকবে না। আমরা এ অভিযান চালিয়ে যাব। আমি এটা করবই।’
তিনি সবাইকে এক হয়ে রাস্তায় নামার আহ্বান জানান।
রোববার দুপুর সোয়া ২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে উচ্ছেদ অভিযানের সময় স্থানীয়রা উচ্ছেদকারীদের ওপর ইট পাটকেল ছুড়লে পুলিশ গুলি ছোড়ে। এতে এক ট্রাকচালক আহত হন।
এ সময় আলোচনার জন্য মেয়র আনিসুল হক বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান ড্রাইভার্স ইউনিয়ন অফিসের ভেতর ছিলেন। স্থানীয় লোকজন মেয়রকে অবরুদ্ধ করে রাখে। সে সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মেয়র আনিসুল হক।
মন্তব্য চালু নেই