আমি উইকেটে থাকলে রান আসবে : এনামুল

অনেকেরই ধারণা এনামুল হক বিজয় ওপেনিংয়ে ধীর গতিতে রান তোলেন।

তবে এনামুল বলেন, ‘যখন আমি উইকেটে থাকি, বল নষ্ট করলেও দলের রান আড়াইশোর ওপরে থাকে। আমার উইকেটে থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি উইকেটে থাকলে রান অবশ্যই আসবে।’

বিশ্বকাপের ক্যাম্পে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে সাংবাদিকদের একথা বলেন এনামুল হক বিজয়।

বিশ্বকাপ নিয়ে ডানহাতি এই ওপেনারের ভাবনা, ‘একজন ব্যাটসম্যান কিংবা বোলার, সবারই ভালো ক্রিকেট খেলার লক্ষ্য থাকে। বিশ্বকাপের মত আসরে নিজেকে আরো বড় করে পরিচিত করার সুযোগ থাকে। বড় বড় স্কোর করারও সুযোগ থাকে। বিশ্বকাপে বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডেই নিয়ে যাওয়া একমাত্র লক্ষ্য থাকবে।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় খেলেছিলেন বিজয়। সেবার তিনি সবার নজর কেড়েছিলেন। হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনটি সেঞ্চুরিও ছিল তার। এবার বড়দের বিশ্বকাপেও কি সে পথে হাঁটবেন এনামুল।

প্রশ্ন করতেই সহজ স্বীকারক্তি, ‘ভালো ক্রিকেট খেলতে চাই। বড় স্কোর অবশ্যই করতে চাই। তবে সেটা দলের জন্যে। এখনই ভাবছি না যে সর্বোচ্চ রান করতে হবে।’

কন্ডিশন ও নিজেদের প্রস্তুতি নিয়ে বিজয় বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে (ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ) সুপার লিগে উইকেট খুব ভাল ছিল। এ কারণে বলা যেতে পারে আমাদের মোটামুটি একটা প্রস্তুতি হয়েছে। এখানে আমরা ভাল উইকেটে ক্যাম্প করছি। অস্ট্রেলিয়াতেও আমরা ১৪ দিনের ক্যাম্প করবো। প্রস্তুতিও বেশ ভালো হবে। কন্ডিশন একটু ভিন্ন হলেও মানিয়ে নেওয়া অসম্ভব কিছু না।’



মন্তব্য চালু নেই