আমির আবার বিশ্বের এক নম্বর বোলার হবে: মিসবাহ

দীর্ঘ পাঁচ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার প্রতীক্ষায় দিন গুনছেন পাকিস্তানের পেসার মোহাম্মাদ আমির। দীর্ঘদিন খেলার বাইরে থাকলেও এই ২৪ বছর বয়সী আবার বিশ্বের এক নম্বর বোলার হতে পারেন বলে মনে করছেন তারই দলনেতা মিসবাহ-উল হক।

এখন দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন আমির। তার প্রত্যাবর্তন নিয়ে কম কা- হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৪ জুলাই লর্ডসেই তিনি ফিরবেন সাদা পোশাকে।

পাকিস্তানের টেস্ট অধিনায়ক মনে করেন নিষেধাজ্ঞার সময় আমির বিশ্বক্রিকেটের সেরা সম্পদ ছিলো। আর এখনো তার প্রতিভা আগের মতই আছে। সোমবার দলের প্রাকটিসে মিসবাহ বলেন, ‘যেভাবে সে বোলিং করতে, সেভাইে আছে এখনো। আপনি তার গতি, সুইং, বলের উপর নিয়ন্ত্রণ সবই আগের মত দেখবেন। সে এখনো বিশ্বের এক নম্বর বোলা হওয়ার সামর্থ রাখে’।
২০১০ সালের জুনে লডর্স টেস্টে স্পট ফিক্সিং করে পাঁচ বছর নিষিদ্ধ হন মোহাম্মদ আমির।-এএফপি



মন্তব্য চালু নেই