‘আমার স্বামীকে ফিরিয়ে দিন’

আমার স্বামী সমাজবিরোধী কোনো কাজে লিপ্ত ছিলেন না। তিনি পরিবার-পরিজন নিয়ে সাধারণ জীবন যাপন করছিলেন, আমার স্বামীকে ফিরিয়ে দিন।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিখোঁজ গামেন্টসকর্মী আমিনুল ইসলামকে ফিরে পেতে এভাবেই সরকারের কাছে আকুতি জানান তার স্ত্রী মিনা আক্তার।
লিখিত বক্তব্যে মিনা আক্তার বলেন, ‘গত ৫ মার্চ দুপুর পৌনে ২টার দিকে আমার স্বামী আমিনুল ইসলাম রাজধানীর মিরপুরের বাসা থেকে দুপুরের খাবার খেয়ে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি আমাকে ফোনে জানান, ডিবি পরিচয়ে কিছু লোক তার চোখ বেঁধে মিরপুরের ৭নং সেকশনের সি ব্লক থেকে তুলে নিয়ে গেছে।’
মিনা আক্তার আরো বলেন, ‘খবর পেয়ে বিষয়টি জানতে আমরা পল্লবী থানায় যাই। কিন্তু তারা আমাকে কোনো তথ্য দিতে পারেনি। স্বামীকে না পেয়ে গত ৬ মার্চ পল্লবী থানায় একটি জিডি করি। তারপরও তদন্ত কর্মকর্তা আমার স্বামীর কোনো সন্ধান দিতে পারেনি।’
তিনি বলেন, ‘আমার স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি মিরপুরের শরৎ ফ্যাশন গামেন্টসের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।’
এমতাবস্থায় সংসারের একমাত্র উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে বড় ছেলে শাহেদ, মেজো ছেলে মুজাহিদ, ছোট ছেলে তালহাকে নিয়ে চরম দুশ্চিতার মধ্যে আছেন বলে জানান আমিনুলের স্ত্রী।
এসময় মিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘প্রশাসনকে অবহিত করার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো তৎপরতা চোখে না পড়ায় আমি আমার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরে পেতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনরোধ জানাচ্ছি।’
সংবাদ সম্মেলনে আমিনুল ইসলামের স্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন- ছোট ভাই শাহিন, বড় ছেলে শাহেদ, মেজো ছেলে মুজাহিদ, ছোট ছেলে তালহাসহ পরিবারের অন্য সদস্যরা।



মন্তব্য চালু নেই