আমার বাবাকে ফিরিয়ে দিন…
২০১৩ সালে বিভিন্ন সময়ে গুম ও নিখোঁজ হয়ে যাওয়া ব্যক্তিদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তাদের সন্তানরা। মানববন্ধনে অনেক ছোট ছেলে-মেয়েরা তাদের বাবাকে ফিরে পাওয়ার জন্য আর্তনাদ করে।
তারা বলেন, আমরা আমাদের বাবাকে ফিরে পেতে চাই এবং তার সাথে ঈদ করতে চাই প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে আসছে ঈদের আগেই স্বজনদের ফেরতের দাবি জানানো হয়।
গুম হয়ে যাওয়া মানবন্ধনে এসেছিলেন বিশিষ্ট জনেরা। তারা বলেন, হাইকোর্টে আমাদের ন্যায় বিচার পাওয়ার জায়গা। সুতরাং তাদেরকে জাগতে হবে, তারা যদি না জাগেন তাহলে জনগণের আদালতে যখন হাইকোর্টের বিচার হবে, তখন সমাজে একধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে।
মানববন্ধনে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন কারো মা, কারো বাবা, কারো স্ত্রী ও সন্তান। মানববন্ধনে দাঁড়ানো এসব মানুষ কেউ কারো পরিচিত না হলেও তাদের দাবি এক, ব্যাথাও এক।
মন্তব্য চালু নেই