আমার দেশ কার্যালয় থেকে আগুনের সূত্রপাত

রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি) ভবনের আগুনের সূত্রপাত হয়েছে দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে।
শুক্রবার দুপুর পৌনে ১২টার ভবনটিতে আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
ফায়ার সার্ভিসের অপারেশন ডিরেক্টর মেজর মাহবুব জানিয়েছেন, আমার দেশ পত্রিকা অফিসের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট কাজ করছে।
তিনি আরো জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের জন্য গোডাউনে প্রবেশের প্রয়োজন। এখন ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে প্রবেশ করবে।
আগুন লাগার সময় আমার দেশ পত্রিকা অফিসের রিসিপশনে দুইজন কর্মরত ছিলেন বলে জানা গেছে।

































মন্তব্য চালু নেই