আমান জামিনে মুক্ত

ছয় মাসের অন্তর্বর্তীকালিন জামিনে মুক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান।
বুধবার দুপুর দুটায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এসময় দলীয় নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানায়।
উল্লেখ্য, মঙ্গলবার আমানকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। রামপুরা থানার নাশকতার মামলায় তার এ জামিন দেয়া হয়। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন শুনানিতে হাইকোর্ট বিব্রত বোধ করেন।
মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ আমানের জামিন আবেদন মঞ্জুর করেন।
গত বছরের ২৯ ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে মালিবাগ চৌধুরীপাড়ায় দক্ষিণখান থানার শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হওয়ার ঘটনায় এ মামলা দায়ের করা হয়। আসামিরা গত ৯ মার্চ হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে ২০ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। গয়েশ্বর-আমানের জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
তবে একই মামলায় দলের অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেয়া হয়। পরে ২৩ এপ্রিল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং ২৭ এপ্রিল ঢাকার দায়রা জজ তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।



মন্তব্য চালু নেই