আবাসিক প্রকল্পগুলো গ্রিনসিটি হবে
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘রাজধানীর ঝিলমিল, উত্তরা ও পূর্বাচলের আবাসিক প্রকল্পগুলোকে গ্রিন সিটিতে রূপান্তরিত করা হবে। রাজউককে চলতি জুলাই মাসেই এ প্রকল্প অনুমোদনের নির্দেশ দিয়েছি।’
রোববার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০) দলিলের খাতভিত্তিক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
গৃহায়ণমন্ত্রী বলেন, ‘ঢাকাতে মাত্র ৮ শতাংশ সরকারি কর্মকর্তাকে আবাসন দিচ্ছি। সরকারি সব কর্মকর্তাকে আবাসন দিতে মহাপরিকল্পনা হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন রাজউকের অধীনে তিনটি প্রকল্প আছে।’
মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের স্থানীয় কয়লা ব্যবহার করতে হবে। এর জন্য কয়লা উত্তোলনের সক্ষমতা অর্জন করতে হবে। কয়লা কখনও বিদেশে রফতানি করা যাবে না।’
দেশের সড়কগুলো প্রসঙ্গে তিনি বলেন, ‘১০ টনের ওপরে সড়কে যেন ভারি গাড়ি না যায় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। সড়কগুলো একদিকে ভাঙছে, অন্যদিকে গড়ছে। সড়ক তৈরি করা যেন শেষই হয় না। এটা খুবই মুশকিলের ব্যাপার।’
তিনি আরো জানান, রাজধানীর শান্তিনগর থেকে ঝিলমিল প্রকল্প পর্যন্ত ফ্লাইওভার হবে। দুই তিন মাসের মধ্যেই এটার আন্তর্জাতিক টেন্ডার হবে। সে লক্ষ্যে সংশ্লিষ্টদের অনুমতি দেয়া হয়েছে বলেও জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত
ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রমুখ।
মন্তব্য চালু নেই