আবার ঘনিষ্ঠ দৃশ্যে ঋতুপর্ণা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সিনেমার গল্পের চরিত্রের প্রয়োজনে কখনোই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পিছপা হোন না। এর আগেও অনেক সিনেমাতেই ঋতুপর্ণাকে বেশ খোলামেলাভাবে বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে।

সুঅভিনয়ের পাশাপাশি এজন্য তাকে নিয়ে আলোচনা-সমালোচনাও কম হয়নি। সম্প্রতি মায়ামৃদঙ্গ সিনেমার জন্য আবারও ঘনিষ্ঠ দৃশ্যে পর্দায় হাজির হতে চলেছেন ঋতুপর্ণা।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সৈয়দ মুস্তাফা সিরাজের মায়ামৃদঙ্গ উপন্যাস অবলম্বনে লোকগানের শিল্পীদের জীবনের গল্প তুলে ধরতে সিনেমা নির্মাণ করছেন রাindexজা সেন। লোকশিল্পীদের দল বিভিন্ন অঞ্চল ঘুরে গান করে। গানবাজনা ছাড়াও একসঙ্গে থাকতে থাকতে তাদের মধ্যে ব্যক্তিগত রাগ, আকাঙ্ক্ষা, প্রেম, যৌনতার মতো স্বার্থগুলোও জড়িয়ে যায়।

প্রান্তিক এই শিল্পীদের দৈনন্দিন জীবনের পরস্পরের প্রতি মায়া, দু:খ, ভালবাসা, যৌনতাসহ সবকিছুর গল্পই সিনেমাটিতে তুলে আনা হয়েছে।

এছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন পাওলি দাম, দেবশঙ্কর হালদার, দেবেশ রায় চৌধুরি, গৌতম হালদার এবং আরও অনেকে।



মন্তব্য চালু নেই