‘আবার আসিব ফিরে…’

‘আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে- এই বাংলায়’।

এভাবেই আবারও বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করে ৩৬ ঘণ্টার ঢাকা সফরের সর্বশেষ কর্মসূচি ‘স্মারক বক্তৃতা’ শেষ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় তিনি সফরে তার কিছু অপূর্ণতার কথাও উল্লেখ করেন।

রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত স্মারক বক্তৃতা দেন মোদি। ‘আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে- এই বাংলায়’- বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতার চরণটি উদ্ধৃত করে বাংলায় বলার চেষ্টা করেন তিনি।

ঢাকা সফরের কর্মসূচি সম্পন্ন করে তিনি টুইট করেন, ‘ধন্যবাদ বাংলাদেশ। এই সফর আমার স্মৃতিতে ভাস্বর হয়ে থাকবে। এই সফর ভারত-বাংলাদেশ অংশীদারত্ব সুদৃঢ় করবে।’



মন্তব্য চালু নেই