আবারো হাসপাতালে নায়করাজ রাজ্জাক

দুই মাসের মাথায় আবারো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নায়করাজ রাজ্জাক। মূলত শ্বাসকষ্টজনিত সমস্যা ও উচ্চ রক্তচাপের কারণে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই অসুস্থতা অনুভব করছিলেন নায়করাজ। এসময় তার উচ্চ রক্তচাপের পাশাপাশি শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো। এমন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, দ্রুত আইসিইউতে ভর্তি করা হয়।

এ বিষয়ে রাজ্জাকপুত্র চিত্রনায়ক সম্রাট বলেন, ‘গতকাল সন্ধ্যায় হঠাৎ করেই শ্বাসকষ্ট ও রক্তচাপ বেড়ে যাওয়ায় দ্রুত তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাতে শারীরিক অবস্থা খারাপ থাকলেও, এখন তিনি ভালো আছেন। শনিবার তাকে কেবিনে স্থানান্তর করা হবে। সবাই আমার বাবার জন্যে দোয়া করবেন।’

এদিকে হাসপাতাল সূত্র জানায়, নায়করাজ রাজ্জাক বর্তমানে আইসিইউ-৮ এ ডাক্তার ইকবাল হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন নায়করাজ রাজ্জাক। তখন কয়েকদিন চিকিৎসা শেষে বাসায় ফিরে যান তিনি।



মন্তব্য চালু নেই