আবারো শিকল ছিঁড়লো ভারতীয় হাতি বঙ্গ বাহাদুর
আবারো শিকল ছিঁড়ে লোকালয়ে চলে গেছে বানের পানিতে ভেসে আসা ভারতীয় হাতি। ‘বঙ্গ বাহাদুর’ নাম পাওয়া এই হাতিটিকে দ্বিতীয় দফা চেতনানাশক বন্দুক ( ট্র্যাংকুলাইজার গান) দিয়ে অচেতন করে উদ্ধারের চেষ্টা করছে উদ্ধারকারী দল।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ১০টার দিকে শিকল ও দড়ি ছিঁড়ে ছুটে যায় হাতিটি। এর পেছনে ছুটছে উদ্ধারকারী দল। এখন হাতিটি সরিষাবাড়ী উপজেলার কামারাবাদ ইউনিয়নের ধানাঢা গ্রামে অবস্থান করছে।
স্থানীয় জনগণের ক্ষতি এড়াতে হাতিটিকে ট্র্যাংকুলাইজার গান দিয়ে আবারো অচেতন করার চেষ্টা চলছে। এর আগে ১১ আগস্ট প্রথমবারের মতো একে অচেতন করা হয়। এর ১০ ঘণ্টা পর হাতিটি জ্ঞান ফিরে পায়। সকাল সোয়া ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত হাতিটি উদ্ধার করা সম্ভব হয়নি।
হাতি উদ্ধারকারী দলের সঙ্গে থাকা ভেটেরিনারি সার্জন ডা. সৈয়দ হোসেন বলেন, ট্র্যাংকুলাইজার গান দিয়ে একবার চেতনানাশক ওষুধ দিতে পারলে ৩০-৪৫ মিনিটের মধ্যে যেকোনো হাতি বা অন্য কোনো জন্তু অচেতন হয়ে পড়ে।
এদিকে উদ্ধারের চার দিন পার হলেও হাতি স্থানান্তর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা। কারণ জামালপুরে প্রায়ই হাতির আক্রমণে হতাহতের ঘটনা।
মন্তব্য চালু নেই