আবারো ঢাকায় শ্রাবন্তী
ঈদুল ফিতরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’। মুক্তির আগেই আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিতে ঢাকায় উড়ে এসেছেন ‘শিকারি’র নায়িকা শ্রাবন্তী।
মঙ্গলবার সকাল ৯টায় কলকাতা থেকে বিমানযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান শ্রাবন্তী। সংবাদ সম্মেলনে অংশ নেয়ার তিনি দু’দিন সিনেমার প্রচারণার জন্য ঢাকায় ব্যস্ত সময় পাড় করবেন। তাছাড়া কয়েকটি টেলিভিশন চ্যানেলে’র ঈদের বিশেষ কিছু অনুষ্ঠানে ছবির নায়ক শাকিব খানের সঙ্গে থাকবেন। আর এমনটি জানিয়েছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
ছবির প্রমোশনের কাজ শেষ করে আগামী ২৩ জুন সকালের তিনি কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।
উল্লেখ্য, ‘শিকারি’ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। এতে শাকিব-শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন-বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জি ও রাহুল প্রমুখ।
মন্তব্য চালু নেই