আবারও ব্লগার হত্যায় উদ্বিঘ্ন : বোয়াফ

আবারও ব্লগার বিজয় অনন্ত দাশ হত্যাকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, একের পর এক ব্লগার হত্যার মধ্য দিয়ে এ প্রজন্মের মেধাবীদের যে লাশের মিছিল তৈরি হয়েছে তা অচিরেই বন্ধ করার জন্য দেশের সাধারণ জনগণের পাশাপাশি সরকারকেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, দেশের প্রগতিশীল শিক্ষক, লেখক, ব্লগার হত্যার যে সংস্কৃতি তৈরি হয়েছে তা দিন দিন ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর আকার ধারণ করছে। মুক্তিযুদ্ধের ইতিহাস, বিজ্ঞান ভিত্তিক মতামত, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্রগঠনে নতুন প্রজন্মের পক্ষে যারাই লেখা লেখি করছে, আজ দিন দিন তারাই লাশ হচ্ছে।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এইসব হত্যাকারী ও তাদের গড ফাদারদের দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি জনসচেতনা বৃদ্ধি করতে হবে।

অনতিবিলম্বে ব্লগার বিজয় অনন্ত দাশ হত্যাকান্ডের সেইসব বর্বরদের খুজে বের করার দাবি এবং গভীর শোক ও সমবেদনা জানান সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়।



মন্তব্য চালু নেই