আবারও জার্মানিকে সামনে চায় ব্রাজিল

বিশ্বকাপ শেষ হয়েছে প্রায় আড়াই মাস হল। তবু সেই দুঃস্বপ্নময় মুহূর্তগুলোর কথা ভুলতে পারছে না ব্রাজিলবাসী। সেই দুঃখ ভোলার একটা উপায় খুঁজে পেয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি হোসে মারিয়া মারিন। আর্জেন্টিনা ফাইনালে জার্মানির বিপক্ষে হারের দুঃখ কিছুটা হলেও ভুলেছে ফ্রেন্ডলি ম্যাচে জার্মানদের হারিয়ে। সেই পথই অনুসরণ করতে চাইছেন সিবিএফ সভাপতি।

সে কারণেই আবারও জার্মানিকে আবারও সামনে চাইছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) সভাপতি হোসে মারিয়া মারিন। বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল সেলেকাওদের। তিনি বলেন, ‘সময় এসছে ভয় ঝেড়ে ফেলার। আর বিশ্বকাপে তাদের স সর্বকালের সবচেয়ে বড় হারের দুঃখের শেষ একটা সীমারখো টানা উচিত।’

তিনি আরও বলেন, ‘আমরা জার্মানির বিপক্ষে একটা ম্যাচ খেলতে চাই। যার মাধ্যমে আমরা সেই হারের দুঃখ ভুলতে পারবো। আর এটা আমাদের বুকের ভেতরে লুকিয়ে থাকা কষ্ট বের করে আনবে। আর নতুন শুরু করতে সাহায্য করবে।’

এছাড়াও অলিম্পিক গেমসে শিরোপা জয় করে ভক্তদের জন্য ভাল কিছু করে দেখাতে চান তিনি, ‘২০১৪ সালে যা করতে পাররিনি তা হয়তো অলেম্পিকে করে দেখাব।’ আগামী বছর জানুয়ারিতেই পদ ছাড়ছেন মারিয়া মারিন। বর্তমান সহ-সভাপতি মার্কো পলো দেল নেরো সভাপতির দায়িত্ব নেবেন তার পরিবর্তে।



মন্তব্য চালু নেই