আফ্রিদির দলে খেলতে সপরিবারে উড়াল দিলেন আশরাফুল

মাঠে ফিরতে উন্মুখ হয়ে আছেন বাংলাদেশ ক্রিকেটের একসময়কার ‘লিটল মাস্টার’ খ্যাত মোহাম্মদ আশরাফুল। যেখানেই সুযোগ পাচ্ছেন সেখানেই নিজেকে ঝালিয়ে নিচ্ছেন।

চলতি সপ্তাহেই অনূর্ধ্ব ১৯ দলের প্র্যাকটিস ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন। এবার পাক ক্রিকেটার শহীদ আফ্রিদির আমন্ত্রণে একটি প্রীতি ম্যাচ খেলতে উড়াল দিলেন কাতারের উদ্দেশ্যে।

হোক না প্রীতি ম্যাচ, এতদিন পর দেশের বাইরে খেলতে যাওয়ার আমন্ত্রণ এসেছে! এটা আশরাফুলের জন্য নবজীবনের মতই। তাই এই যাত্রায় সঙ্গী করলেন স্ত্রী আনিকা আর ৩ মাস বয়সী মেয়ে আরিবাকে। এটা তাদের প্রথম পারিবারিক বিদেশ ভ্রমণ। আশরাফুল পরিবারের সঙ্গী হয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া স্পিনার ইলিয়াস সানি এবং সাবেক পেসার মোহাম্মদ শরীফ।

কাতারের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত ‘ন্যাশনাল ডে ক্রিকেট কাপ’ টুর্নামেন্টে একটি টি-টোয়েন্টি এবং একটি ওয়ানডে ম্যাচ খেলবে বিশ্ব একাদশ ও কাতার একাদশ। সেখানে পাক গ্রেট শহীদ আফ্রিদির নেতৃত্বে বিশ্ব একাদশের হয়ে খেলবে আশরাফুলরা। সেই উদ্দেশ্যেই আজ বিমানে উঠলেন আশরাফুলরা। উড়াল দেওয়ার সময় সোশ্যাল সাইটে আপলোড করলেন তাদের ভ্রমণের ছবি।



মন্তব্য চালু নেই