আপন শিশু কন্যাকে যৌন নিপীড়নের দায়ে বাবা গ্রেপ্তার
বরিশালে শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন মো. স্বপন মোল্যা (৪৫) নামে এক পাষণ্ড বাবা।
শুক্রবার বেলা ২টার দিকে পিরোজেপুরে ভাণ্ডারিয়া থেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।
স্বপন মোল্যা নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মৃত আব্দুস সত্তার মোল্যার ছেলে।
ভাণ্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার করা ব্যক্তিকে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ধর্ষণের ঘটনায় স্বপন মোল্যার বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় মামলা করেন মেয়ের মামা মামুন সরদার।
মামলার নথির বরাত দিয়ে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম জানান, গত ২০ মে অভিযুক্ত বাবা তার শ্বশুরবাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া যাওয়ার উদ্দেশ্যে শিশু কন্যাকে (১১) নিয়ে বাসে ওঠে। এরপর তিনি বরিশালে নামেন। পরে মেয়েকে নিয়ে তিনি নগরীর নথুল্লাবাদে ঘাসফুল নামে একটি আবাসিক হোটেলে ওঠে। সেখানে রাতযাপনকালে শিশু কন্যাকে ধর্ষণ করেন।
ঘটনার একদিন পর শুক্রবার বেলা ১০টার দিকে মেয়ের মামা থানায় লিখিত অভিযোগ দেন। এরপরেই পুলিশ মানিক মোল্ল্যাকে গ্রেপ্তার করে।
এদিকে, ধর্ষিতাকে পরীক্ষা নিরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।
মন্তব্য চালু নেই