আপনার নাক ডাকে? তবে এই সার্জারিতে সেরে উঠতে পারেন…
চণ্ডীগড়ে ভারতে প্রথমবার অপারেশন করা হল রোবটের সাহায্যে। ১৫ বছর এবং ২৫ বছর বয়সী দুই রোগিণীর অপারেশন হল সেখানকার পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের অটোল্যারিঙ্গোলজি ডিপার্টমেন্টের দুই সিনিয়র সার্জন প্রফেসরের তত্ত্বাবধানেই ঘটল এই সার্জারি।
প্রফেসর অশোক গুপ্তা এবং প্রফেসর নরেশ পান্ডা এই সার্জারির দায়িত্বে ছিলেন। জানা গিয়েছে, অপারেশনের পরে দুই রোগিণীই ভাল আছেন। কিন্তু হঠাৎ রোবোটিক সার্জারিই বা কেন? চিকিৎসকদের বক্তব্য, প্রচলিত অপারেশনের তুলনায় রোবোটিক সার্জারিতে রোগীদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি।
চিকিৎসকদের বক্তব্য, যাঁরা গলা বা মাথার টিউমরে ভুগছেন এবং টিউমর প্রাথমিক পর্যায়ে রয়েছে তাঁদের ক্ষেত্রে এই অপারেশন খুবই কার্যকরী। ওই দুই চিকিৎসক জানিয়েছেন নাক ডাকার চিকিৎসার ক্ষেত্রেও এই পদ্ধতি অত্যন্ত কার্যকরী।
তবে কলকাতায় এই সার্জারির সুযোগ এক্ষুণি হয়তো পাওয়া যাবে না। তার জন্য চণ্ডীগড়ের এই ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগা করতে হবে।
মন্তব্য চালু নেই