‘আন্দোলনে বাধা দেবে না সরকার’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নিয়মতান্ত্রিক আন্দোলনে সরকার বাধা দিবে না। কিন্তু যদি বিক্ষোভের নামে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয় তাহলে বাংলার জনগণ আপনাদের গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করবে।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার বাংলাদেশ ইউনাইটেড পার্টি আয়োজিত সন্ত্রাসী কায়দায় পেট্রোলবোমা মেরে, জ্বালিয়ে-পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও আলেম-ওলামা সমাবেশে তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়ার মানুষ হত্যার আন্দোলনের ৩৯তম দিন আজ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘হরতাল-অবরোধের চেয়ে কঠোর কর্মসূচি আর কিছু হতে পারে না। ব্যর্থ হয়ে তারা নাকি আন্দোলনের পরিবর্তন নিয়ে আসতে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।’

সরকার কখনও দুস্কৃতিকারীদের সঙ্গে আলোচনা করবে না বলে জানান তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘খালেদা জিয়ার স্বাদের পাকিস্তান আজকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছে। তিনি মূলত চান বাংলাদেশও পাকিস্তানের মত অকার্যকর রাষ্ট্র হোক। তার একটিই দুঃখ বাংলাদেশ কেন এগিয়ে যাবে।’

আয়োজক কমিটির চেয়ারম্যান মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক এম এ করিম, সংগঠনের মহাসচিব শরীফুর রহমান, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান প্রমুখ।



মন্তব্য চালু নেই