আন্দোলনের নয়া ‘স্টাইল’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফিয়ের ওপর সাড়ে সাত শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন এখন তুঙ্গে। আন্দোলনের ফাঁকে ঘটে যাচ্ছে নানান ঘটনা। বিশেষ করে পোস্টারের ভাষায় অভিনত্ব ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এবার আন্দোলনের অভিনবত্বের ধারাবাহিকতায় পুলিশকে ফুল দিয়েছেন আন্দোলকারী শিক্ষার্থীদের কয়েকজন। তারা কোন বিশ্ববিদ্যালয়ের তা জানা যায়নি। তবে যেই দিক না কেন, আন্দোলনকারীদের এ ভাবনাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাধুবাদ জানাচ্ছেন সবাই। ফুল উপহার শেষে হাল পুলিশের সঙ্গে আমলের ফ্যাশন ‘সেলফি’ও তুলেছেন অনেকেই।

এসময় অনেকেই স্লোগানও দিয়েছেন, ‘ছাত্র-পুলিশ ভাই ভাই, আমাদের আর ভয় নাই।’

এছাড়া আন্দোলনে সৃষ্ট দুর্ভোগের জন্য রোববার সকালে নগরবাসীর কাছে ক্ষমা চেয়ে লিফলেট বিলি করেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী তানিয়া তাবাসসুমের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, ‘আমাদের ওপর চাপিয়ে দেয়া অযৌক্তিক ভ্যাটের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। সাধারণ মানুষকে কষ্ট দেয়া আমাদের উদ্দেশ্য নয়। তাই আমরা এ পদক্ষেপ নিয়েছি।’

এটাকেও বেশ পজিটিভভাবেই দেখছেন অনেকেই। মহাখালীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত নূর আহমদ বলেন, ‘গণজাগরণ মঞ্চের আন্দোলনের পর থেকেই দেশের আন্দোলনের ধারণাটা পাল্টে যাচ্ছে। রাজনৈতিক দলগুলোরও উচিৎ এগুলো ফলো করা।’



মন্তব্য চালু নেই