আন্তর্জাতিক সংবাদমাধ্যমে অভিজিৎ হত্যাকাণ্ডে আলোড়ন

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে মুক্তমনা ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের খবরটি। বিবিসি, আল-জাজিরা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে বৃহস্পতিবার ও শুক্রবার প্রাধান্য পায় খবরটি।

বিবিসি’র খবরে বলা হয়, অসাম্প্রদায়িক লেখালেখির কারণে ইসলামী উগ্রবাদীদের ছুরিকাঘাতে মারা গেছেন অভিজিৎ। সেই সঙ্গে, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলা ব্লগ মুক্তমনাতে লেখালেখির কারণে তার পরিবার বেশ কিছুদিন ধরেই প্রাণনাশের হুমকি পেয়ে আসছিল বলেও জানায় তারা।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা শিরোনাম করেছে ‘বাংলাদেশের রাজধানীতে ব্লগার ছুরিকাঘাতে খুন’। ওই খবরে অভিজিৎকে ধর্মীয় উগ্রবাদ নিয়ে লেখালেখি করা একজন জনপ্রিয় ব্লগার হিসেবে আখ্যায়িত করা হয়।

এছাড়াও, বার্তা সংস্থা রয়টার্স এবং ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানেও গুরুত্বের সঙ্গে উঠে এসেছে ব্লগার অভিজিৎ হত্যাকাণ্ডের বিষয়টি।

বার্তা সংস্থা এএফপি ‘বাংলাদেশ অ্যাক্টিভিস্টস প্রটেস্ট ইউএস ব্লগার অভিজিৎ রায়’স মার্ডার’ শিরোনামে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, অভিজিৎ রায়ের খুনিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবিতে বাংলাদেশের শত শত সমাজকর্মী মানববন্ধন করেছেন।

ঠিক যেখানে অভিজিৎকে কুপিয়েছে দুর্বৃত্তরা, সেখানেই সমাবেত হয়েছিলেন আন্দোলনকর্মীরা। তাদের মধ্যে শিক্ষকরাও ছিলেন।



মন্তব্য চালু নেই