আন্তর্জাতিক জঙ্গি নিয়ে দুশ্চিন্তায় সরকার : কাদের
বিএনপির আন্দোলনের ডাক নয় বরং আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর জিহাদের ডাক নিয়ে দুশ্চিন্তায় আছে সরকার, বললেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুরে এলাকার হামীম গ্রুপের সামনে নবনির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘বিএনপি অদূর ভবিষ্যতে সরকার পতনের মত আন্দোলন গড়ে তুলতে পারবে বলে বিশ্বাস করে না জনগণ। এজন্য বিএনপির আন্দোলনের ডাক আমলেও নেয়নি সরকার। কিন্তু বর্তমান সময়ে আন্তজার্তিক কিছু উগ্রপন্থী সংগঠন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই বিষয়গুলো সরকারের জন্য দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।’
কীভাবে তাদের প্রতিরোধ করা যায় তা নিয়ে সরকার কাজ করছে বলেও দাবি করেছেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, হামীম গ্রুপের জেনারেল ম্যানেজার মাসুদুর রহমানসহ অন্যরা।
মন্তব্য চালু নেই