‘আনসারুল্লাহই ব্যাংক ডাকাতির হোতা’

আশুলিয়ার কাঠগড়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনাটি আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরাই ঘটিয়েছে বলে দাবি করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

তিনি বলেন, ‘একটি সু-সংগঠিত জঙ্গি সংগঠন তহবিল সংগ্রহের জন্য এ ডাকাতির ঘটনাটি ঘটিয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমাদের ধারণা এটি আনসারুল্লাহ বাংলাটিমের কাজ।’

এদিকে, ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত জসীম উদ্দীন নামে আরেক ডাকাতকে সোমবার রাত ৩টার দিকে মানিকগঞ্জের দৌলতপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা।

এ ডাকাতির ঘটনায় ১০ জন অংশ নিয়েছিল বলে জানায় পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এ পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে বলে জানান খন্দকার গোলাম ফারুক।

অভিযুক্ত অন্য দুইজন পলাতক রয়েছেন। তারা হলেন, আলামিন এবং আব্দুল্লাহ আল বাকী মাহফুজ। অন্যজনের ব্যাপারে এখনও সুস্পষ্ট কোন তথ্য পুলিশের কাছে নেই।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল সাভারের আশুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতির এ ঘটনা ঘটে।



মন্তব্য চালু নেই