আনন্দঘন উৎসবের পরিবেশে যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আনন্দঘন উৎসবের পরিবেশে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো সাতক্ষীরার কলারোয়ায়। শনিবার সকাল ১১টার দিকে কলারোয়া প্রেসক্লাবে আয়োজিত অনাঢ়ম্বর কেক কাটা অনুষ্ঠানে একে একে উপস্থিত হন স্থানীয় সংবাদকর্মী, ক্রীড়া সংগঠক ও জনপ্রতিনিধিরা। সুধিজনদের পাশাপাশি শিক্ষার্থীরাও সেখানে শামিল হন যায়যায়দিনের সাথে থাকার প্রত্যয়ে। এসময় সবার কন্ঠে উঠে আসে যায়যায়দিনের কর্মময় পথচলার ঐতিহ্যের বিষয়টি। পত্রিকাটির আগামি দিনের ক্লান্তিহীন শুভকামনাও করেন সকলে। পরে বর্ণাঢ্য র্যালী বের হয়।
যায়যায়দিনের কলারোয়া সংবাদদাতা প্রভাষক আরিফ মাহমুদকে কেক খাইয়ে পত্রিকাটির প্রতি প্রত্যাশা আর প্রাপ্তির কথা তুলে ধরেন শুভাকাঙ্খিরা। এর আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু ও প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, রিপোর্টার্স ক্লাবে সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম ও প্রতিথযশা ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন। যায়যায়দিনের সাতক্ষীরার কলারোয়া সংবাদদাতা প্রভাষক আরিফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যায়ায়দিন পাঠক ফোরাম, কলারোয়ার সদস্য প্রভাষক শেখ আলকামুন বাবলু, প্রভাষক মুরাদ হোসেন, মাস্টার আব্দুল ওহাব মামুন, মামুন সরদার, কামরুল ইসলাম সাজু, আলহাজ্ব বিএম আফজাল হোসেন পলাশ, মিল্টন হোসেন, উজ্জ্বল হোসেন, তুহিন, মনিরুল ইসলাম টিটু, বাবু, রায়হান, শেখ হাবিবুর, আবু বক্কর, তারেক আজিজ, রাসেল, ইমন, যায়যায়দিন সাংবাদিক আরিফ মাহমুদের শিশুপুত্র তাসিন মাহমুদ প্রমুখ। কলারোয়া আলিয়া মাদরাসার অনেক ক্ষুদে শিক্ষার্থীরাও অংশ নেন যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে।
মন্তব্য চালু নেই